শিক্ষার আলো ডেস্ক
বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশনায় বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে মহসিন কলেজ ছাত্রলীগ। ‘মুজিব আদর্শে বিশ্বাসীরা ৩টি করে গাছ লাগান’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই আহ্বানে সাড়া দিয়ে তারা এই কর্মসূচি শুরু করেছে।
রোববার (২০ জুন) সকালে ক্যাম্পাসে সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ শাখা ছাত্রলীগ আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন কলেজ ছাত্রলীগ নেতা মায়মুন উদ্দীন মামুন।
তিনি বলেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপির পক্ষ থেকে আমরা ক্যাম্পাসে বনজ, ফলদ ও ভেষজ গাছ রোপণ করেছি। আমাদের সবুজ শ্যামল বাংলাদেশ আরও সবুজ হোক, আরও সুন্দর হোক এবং আমাদের পরিবেশ যেন ঠিক থাকে। শেখ হাসিনার সরকার পরিবেশ ঠিক রেখে বাংলাদেশের সার্বিক উন্নয়ন করে যাচ্ছে। সেই উন্নয়নের জন্যই আমাদের এই কর্মসূচি। সবাই মিলে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করি এবং আমাদের সোনার বাংলাকে আরো সোনার সবুজ বাংলা করি।
এসময় মহসিন কলেজ ছাত্রলীগ নেতা তাফহিমুল ইসলাম সোহেল, বশির উল্লাহ লিটন, তাওহীদুল হক কাইসার, জয়নাল আবেদিন, রাকিব বিন আবদুর, যুবরাজ দাশ, আনিসুর রহমান, অভি রায়, মারিয়া মেহেরোজ, রিদুয়ানুল ইসলাম, সাহিদুর রহমান, মেহেরাব হোসেন, আয়াছ মাহম্মুদ উপস্থিত ছিলেন।
Discussion about this post