নিজস্ব প্রতিবেদক
করোনা ঊর্ধ্বগতির কারণে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সব পরীক্ষা স্থগিত করা হলেও আগামী ২২ জুন পর্যন্ত পরীক্ষা নেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জেলার প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২২ জুন থেকে ৭ দিনের লকডাউনের কথা রয়েছে।
আজ রবিবার (২০ জুন) সন্ধ্যায় পরীক্ষা চালিয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস।
এর আগে, এদিন সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেনের সভাপতিত্বে উপ-উপাচার্য ও ডিনবৃন্দের সাথে এক জরুরি সভায় সব ধরনের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়।
প্রফেসর গোলাম কুদ্দুস বলেন, আগামী ২২ জুনের আগ পর্যন্ত সকল পরীক্ষা নেওয়া হবে। ২২ জুন থেকে খুলনা জেলায় লকডাউন ঘোষণা করা হয়েছে। এজন্য ওইদিন থেকে সকল পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।
Discussion about this post