নিজস্ব প্রতিবেদক
বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী সভা সিন্ডিকেট ২০২১-২২ অর্থবছরের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ৮৩১ কোটি ৭৯ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে । আগামী ২৪ জুন বিশ্ববিদ্যালয়ের সিনেট সভায় আলোচনা শেষে বাজেট পাস হবে।
আজ সোমবার (২১ জুন) বিকেলে ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ এ বাজেট উপস্থাপন করেন। আলোচনার পর সিন্ডিকেট বাজেট অনুমোদন দেয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মমতাজউদ্দিন গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ৮৩১ কোটি ৭৯ লাখ টাকার বাজেট অনুমোদন করেছে সিন্ডিকেট। গত বছরের তুলনায় এ বছর বাজেটের আকার কমেছে। গত বছর ৮৬৯ কোটি ৫৬ লাখ টাকার বাজেট প্রণয়ন হয়েছিল। তাছাড়া গবেষণায় বাজেট বরাদ্দ কমেছে।
সভা সূত্রে জানা যায়, এবারের বাজেটে ২৬৪ কোটি টাকা শিক্ষক-কর্মকর্তা কর্মচারীদের বেতন, ২২৪ কোটি টাকা ভাতা, পণ্য ও সেবায় খাতে ১৬৮ কোটি টাকা, পেনশন বাবদ ১২২ কোটি টাকা, গবেষণা মঞ্জুরি ১১ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (বিমক) অনুদান ৬৯৬ কোটি টাকা, যা মোট বরাদ্দের ৮৩ শতাংশ।
Discussion about this post