নিজস্ব প্রতিবেদক
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আসুন আমরা সবাই প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে সচেতনতামূলক প্রচারণা চালাই। আর স্বাস্থ্যবিধি মেনেই এ প্রচারণা চালাতে হবে। করোনা প্রতিরোধে সচেতনতার বিকল্প কিছুই নেই। লকডাউন এড়াতে চাইলে সকলের সচেতনতা বৃদ্ধি করতে হবে।
সোমবার (২১ জুন) বিকেলে চাঁদপুর জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী আরও বলেন, এই সময়টাতে আমাদেরকে একটু সতর্ক থেকে সব কাজ করতে হবে। তার জন্য সকলের সহযোগিতা জরুরি।
জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে সভায় অর্ধশতাধিক জনপ্রতিনিধি তথা পৌর মেয়র এড. জিল্লুর রহমান জুয়েল সদর উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা অংশগ্রহণ করেন।
Discussion about this post