নিজস্ব প্রতিবেদক
করোনার সংক্রমণ রোধে সরকারের দেওয়া কঠোর লকডাউনের কারণে ৪২তম বিসিএসের (বিশেষ) চলমান মেখিক পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)।
আজ মঙ্গলবার (২২ জুন) বিপিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক নূর আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘কোভিড-১৯ এর উর্ধ্বমুখী সংক্রমণ পরিস্থিতিতে ৪২তম বিসিএস (বিশেষ) পরীক্ষা ২০২০-এর চলমান মৌখিক পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আগামী ২৭ জুন তারিখ থেকে স্থগিত করা হয়েছে।। সংশ্লিষ্ট সকলকে স্থগিত মৌখিক পরীক্ষার পরিবর্তিত তারিখ ও সময় যথাসময়ে অবহিত করা হবে।’
আদেশের অনুলিপি অবগতির জন্য তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সিস্টেম এনালিস্ট ও জনসংযোগ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।
এর আগে নির্দেশ অনুযায়ী ৪২তম বিসিএস (বিশেষ) ভাইভার স্থগিত পরীক্ষা ৬ জুন শুরু হয়। এই পরীক্ষা আগামী ১৩ জুলাই পর্যন্ত চলার কথা ছিল।
Discussion about this post