নিজস্ব প্রতিবেদক
সারাদেশে করোনার প্রকোপ বেড়ে যাওয়ার কারণে ‘লকডাউনে’র সময়সীমা বাড়ায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) স্নাতক ও স্নাতকোত্তর এর সব ধরনের পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শনিবার (২৬ জুন) রেজিস্ট্রার মো. ছাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে কঠোর লকডাউন দেওয়ার কারণে আগামী ২৭ জুন থেকে অনুষ্ঠিতব্য বাকৃবির স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের সব ধরনের ফাইনাল পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে ক্লাস ও ক্লাস টেস্ট অনলাইনে যথারীতি চলবে। ফাইনাল পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. এ কে এম জাকির হোসেন বলেন, সারাদেশে সম্প্রতি করোনা সংক্রমণের হার ব্যাপকহারে বেড়ে যাওয়ায় ও কঠোর ‘লকডাউন’ ঘোষণা করায় পরীক্ষা স্থগিত করা হয়েছে। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেই আমরা আবারো পরীক্ষা গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেব। তবে ঈদুল আযহার পরও করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে আমরা শিক্ষার্থীদের অনলাইনে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করবো।
Discussion about this post