নিজস্ব প্রতিবেদক
দেশব্যাপী কঠোর লকডাউন ঘোষণা করায় আগামীকাল রবিবার থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সকল পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ শনিবার (২৬ জুন) বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সরকারি সিদ্ধান্তে সারাদেশে লকডাউন ঘোষণা করায় চবির সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত পরীক্ষা গ্রহণ বন্ধ থাকবে।
এর আগে, গত ১৫ জুন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় আবাসিক হলগুলো বন্ধ রেখে সশরীরে সব ধরনের একাডেমিক পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়।
পরবর্তীতে বিভিন্ন বিভাগ পরীক্ষার রুটিন প্রকাশ করে। গত ১০ জুন থেকে বিভিন্ন বিভাগের অসমাপ্ত পরীক্ষা নেয়া শুরু হয়। ইতোমধ্যে বিভিন্ন বিভাগের পরীক্ষা সমাপ্তও হয়েছে।
Discussion about this post