নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চলমান সব ধরনের পরীক্ষা স্থগিত ঘোষণা দেওয়ার ৪ ঘণ্টা পর সিদ্ধান্ত পরিবর্তন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী বুধবার (৩০ জুন) পর্যন্ত চলবে সব ধরনের পরীক্ষা। শনিবার (২৬ জুন) রাত ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান।
এ দিকে প্রশাসনের এমন সিদ্ধান্তে বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা। পরীক্ষা স্থগিতের ঘোষণা শুনে অনেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন।
সূত্রে জানা যায়, সরকার ঘোষিত কঠোর লকডাউনের কারণে শনিবার (২৬ জুন) অনির্দিষ্টকালের জন্য সব ধরনের পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরীক্ষায় অংশ নিতে চট্টগ্রামে আসা শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় ঢাকায় পৌঁছে দেওয়া হবে বলে ঘোষণা করা হয়। তবে সরকার লকডাউনের সময়সীমা পরিবর্তন করায় মধ্যরাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও সিদ্ধান্ত পরিবর্তন করে।
এ দিকে মধ্যরাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত পরিবর্তন করায় সমালোচনায় সরব হয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
অন্যদিকে পরীক্ষা স্থগিতের ঘোষণা শুনে অনেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন। বাংলা বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী বলেন,`পরীক্ষা হবে না শুনেই আমি ময়মনসিংহের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি। এখন (রাত ১২ টা) আমি নারায়ণগঞ্জ রাস্তায়।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান জানান, সরকার ঘোষিত কঠোর লকডাউনের সময় পরিবর্তন করায় আমরা আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বুধবার (৩০ জুন) পর্যন্ত সব ধরনের পরীক্ষা চলবে। বৃহস্পতিবার (০১ জুলাই) থেকে পরীক্ষা স্থগিত থাকবে। এ ছাড়া আগামীকাল ঢাকার উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের বাস ছাড়বে না।
Discussion about this post