নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ আর্থিক বছরের প্রাক্কলিত বাজেট ৩৬০ কোটি ৭৯ লাখ টাকা অনুমোদন করা হয়েছে।
আজ রবিবার (২৭ জুন) দুপুরে সিন্ডিকেট ও ফাইন্যান্স কমিটির (এফসি) ৫৭তম যৌথ সভায় উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারের সভাপতিত্বে এটির অনুমোদন করা হয়।
এছাড়া সভায় ২০২০-২০২১ আর্থিক সনের সংশোধিত বাজেট ৩৪৭ কোটি ৪৯ লক্ষ টাকাও অনুমোদন দেয়া হয়।
সভায় চবি হিসাব নিয়ামক (ভারপ্রাপ্ত) ও এফসি সচিব মো. ফরিদুল আলম চৌধুরী বাজেট উপস্থাপন করেন এবং তা আগামী সিনেট সভায় পেশ করার জন্য অনুমোদন করা হয়।
উপাচার্য দপ্তরের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ সভায় অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে হলে শিক্ষা-গবেষণাকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। এ লক্ষ্যকে সামনে রেখে বর্তমান প্রশাসন একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়নের মাধ্যমে তা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, করোনা মহামারীর চলমান দূর্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনলাইনে পাঠদান কার্যক্রম অব্যাহত রয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অসমাপ্ত পরীক্ষসমূহ যথাযথ স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব মেনে অনুষ্ঠিত হচ্ছে যা সেশন জট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে শতভাগ সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করণের মাধ্যমে একাডেমিক, প্রশাসানিক ও ভৌত অবকাঠামো উন্নয়নের বিভিন্ন দিক এ বাজেটে প্রতিফিলিত হয়েছে।
সিন্ডিকেট ও এফসির যৌথ সভায় চবি উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক বেনু কুমার দে, সিন্ডিকেট সদস্য এস এম ফজলুল হক, অধ্যাপক ড. কাজী এস এম খসরুল আলম কুদ্দুসী, অধ্যাপক ড. এ কে এম মাঈনুল হক মিয়াজী, অধ্যাপক ড. মোহাম্মদ নাসিম হাসান, অধ্যাপক ড. মোহাম্মদ মহীবুল আজিজ ও সিন্ডিকেট সচিব চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান এবং এফসি সদস্য অধ্যাপক আবু মুহাম্মদ আতিকুর রহমান, অধ্যাপক ড. সুলতান আহমেদ ও অধ্যাপক ড. মো. সেলিম উদ্দিন উপস্থিত ছিলেন।
Discussion about this post