নিজস্ব প্রতিবেদক
আগামী ১ জুলাই থেকে অনলাইনে স্নাতক, স্নাতকোত্তর ও অন্যান্য বর্ষের চূড়ান্ত পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে গণ বিশ্ববিদ্যালয় (গবি)। পূর্বের বকেয়া পরিশোধ ও চলতি সেমিস্টারের কমপক্ষে অর্ধেক ফি জমা দিয়ে পরীক্ষা দিতে পারবেন শিক্ষার্থীরা।
শনিবার (২৬ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. এস তাসাদ্দেক আহমেদ এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বিজ্ঞপ্তিতে জানান, পূর্বের নির্ধারিত দিনেই (১ জুলাই) সেমিস্টার ফাইনাল (এপ্রিল-২১) পরীক্ষা অনলাইন প্রযুক্তিতে শুরু হবে।
এসময় তিনি আরো জানান, চলমান সেমিস্টারের সমুদয় ফির ৫০ শতাংশ পরিশোধের সাপেক্ষে শিক্ষার্থীরা চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন৷ সেই সঙ্গে শিক্ষার্থীদের পূর্ববর্তী সেমিস্টারের সমুদয় বকেয়া পরিশোধ করতে হবে৷
উল্লেখ্য, করোনাকালীন সময়ে গত দুই সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা অনলাইনে নিয়েছে গবি কর্তৃপক্ষ। অনলাইনে ৩য় বারের মতো পরীক্ষা দিবেন এখানকার শিক্ষার্থীরা।
Discussion about this post