নিজস্ব প্রতিবেদক
আগামীকাল বুধবার( ৩০ জুন) ৪৩তম বিসিএসের আবেদনের সময়সীমা শেষ হচ্ছে। এর আগে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) করোনায় কয়েক দফা সময়সীমা বৃদ্ধি করলেও এখন নতুন করে আর আবেদনের সময় বাড়ানো হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে।
আজ মঙ্গলবার (২৯ জুন) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহ্মদ গণমাধ্যমে বলেন, করোনার কারণে কয়েক দফা আবেদনের সময় বাড়ানো হয়েছে। সেই হিসাবে কাল শেষ হচ্ছে ৪৩তম বিসিএসের আবেদনের সময়। এই বিসিএসে এখন নতুন করে আবেদনের সময় বাড়ানোর চিন্তা পিএসসির নেই বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, আমাদের অন্যান্য বিসিএসের কাজ চলমান রয়েছে। তাই আর সময় বাড়ানোর চিন্তা নেই পিএসসির।
তথ্যমতে, ৪৩তম বিসিএস পরীক্ষার আবেদনের সময়সীমা দ্বিতীয় দফায় গত ৩১ মার্চ থেকে বাড়িয়ে ৩০ জুন করা হয়েছিল। তার আগে প্রথম দফায় ২৭ জানুয়ারি পরিবর্তে ৩১ মার্চ করা হয়েছিল।
Discussion about this post