নিজস্ব প্রতিবেদক
মাধ্যমিকের ৬ষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য নবম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে। রবিবার (২৭ জুন) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ওয়েবসাইটে এটি প্রকাশ করা হয়েছে।
মাউশি সূত্রে জানা গেছে, করোনা ভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভব না হওয়ায় শিক্ষার্থীদের শিখন প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত রাখতে এবং ধারাবাহিক মূল্যায়ন করতে অ্যাসাইনমেন্ট প্রদান করা হয়েছে। যেসব এলাকায় লকডাউন চলছে সেখানকার শিক্ষা কর্মকর্তারা নিজেদের মধ্যে আলোচনা করে অ্যাসাইনমেন্ট জমাদানের তারিখ পরিবর্তন করতে পারবেন।
প্রসঙ্গত, গত ২০ মার্চ থেকে মাধ্যমিক শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরু করে মাউশি। করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার সেটি স্থগিত রাখা হয়েছেলি। দুইমাস পর গত ২৩ মে থেকে ফের অ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরু হয়।
Discussion about this post