নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দিচ্ছে চবি প্রশাসন। আজ মঙ্গলবার (২৯ জুন) রাত ১০টায় চবি ‘স্মরণ চত্বর’ থেকে যাত্রা করে শিক্ষার্থীদের গন্তব্যে পৌঁছে দেবে বিশ্ববিদ্যালয়ের বাস।
চবি ক্যাম্পাস থেকে বরিশাল- খুলনার জন্য আরিচা ফেরী পর্যন্ত একটি বাস, ঢাকা হয়ে রাজশাহী ও রংপুরের জন্য দুটি বাস, ঢাকা-ময়মনসিংহ হয়ে সিলেটের জন্য ১টি সহ মোট চারটি বাস ছেড়ে যাবে।
শিক্ষার্থীদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী (আগ্রহীদের) যথাস্থানে উপস্থিত হয়ে নিজ নিজ গন্তব্যে রওনা হওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন। এক্ষেত্রে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিজ নিজ পরিচয়পত্রের (আইডি কার্ড) এক কপি ফটোকপি সঙ্গে রাখতে বলা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন দফতরের প্রশাসক এস এম মোয়াজ্জেম হোসেন বলেন, রাত ১০টায় একসঙ্গে চারটা বাস ছেড়ে যাবে। আসন সংখ্যা ৪০, ৪৫ বা ৫০ পর্যন্ত হতে পারে।
Discussion about this post