নিজস্ব প্রতিবেদক
আগামী ১০ জুলাই থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের ভর্তি আবেদন শুরু হবে। পূর্বের ঘোষণা অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার (১ জুলাই) থেকে শুরু হওয়ার কথা থাকলেও তা আর হচ্ছে না। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১০ জুলাই শুরু হয়ে আবেদন চলবে ২০ আগস্ট পর্যন্ত।
আজ বুধবার (৩০ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ও সাত কলেজের প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, অধিভুক্ত সরকারি সাতটি কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের অনলাইন ভর্তি আবেদন কার্যক্রম আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে না। কঠোর লকডাউনের কারণে আগামীকাল থেকে শুরু হওয়া সাত কলেজের ভর্তি আবেদন পেছানো হয়েছে।
ভর্তি আবেদন শুরু নতুন তারিখ জানিয়ে তিনি বলেন, আগামী ১০ জুলাই থেকে শুরু হয়ে ২০ আগস্ট পর্যন্ত অধিভুক্ত সরকারি সাত কলেজের ভর্তি আবেদন চলবে।
Discussion about this post