নিজস্ব প্রতিবেদক
করোনার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ শিক্ষার্থীদের পরিবহন ফি এবং সংশ্লিষ্টদের আবাসিক ফি মওকুফ করার ঘোষণা দিয়েছে ।
আজ বৃহস্পতিবার (১ জুলাই) দুুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রবীর কুমার সরকার গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্ণ উপলক্ষে মাননীয় ভিসি স্যার এই সিদ্ধান্ত নিয়েছেন।
এদিকে রেজিস্ট্রার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড-১৯ মহামারি পরিস্থিতির কারণে মার্চ ২০২০ থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের বিভিন্ন সীমাবদ্ধতা ও চাহিদা বিবেচনা করে মার্চ ২০২০ থেকে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরু না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পরিবহন ফি এবং সংশ্লিষ্টদের আবাসিক ফি মওকুফ করা হয়েছে।
এতে আরও বলা হয়, ইতোমধ্যে যারা ওই ফি পরিশোধ করেছেন তা সমন্বয় করা হবে। এতে আরও বলা হয়, ইতোমধ্যে যারা ওই ফি পরিশোধ করেছেন তা যথাসময়ে সমন্বয় করা হবে।
Discussion about this post