নিজস্ব প্রতিবেদক
করোনা ভাইরাসের টিকার রেজিস্ট্রেশনের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তালিকা পুনরায় স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস-এ পাঠাতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (এমআইএস) পরিচালক অধ্যাপক মিজানুর রহমান।
তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাছে তো একটি শিক্ষার্থীদের তালিকা রয়েছে সেই কপিটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এমআইএস এর কাছে পাঠাতে হবে।
এর আগে শিক্ষক-শিক্ষার্থী সকলের তালিকা একসাথে পাঠানো হয়েছিল। কিন্তু বর্তমান সরকার শুধু শিক্ষার্থীদের স্পেশাল ফ্যাসিলিটির কারণে শুধুমাত্র শিক্ষার্থীদের লিস্ট আমাদের প্রয়োজন, তাই এটি আবার পাঠাতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় বা ইউজিসি থেকে টিকার ব্যাপারে কোনো নির্দেশনা পৌঁছেনি।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ৯ হাজার ৫৮৬ জনের একটি তালিকা স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। যার একটি কপি রয়েছে ইউজিসির কাছে। তাদের টিকার ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করবে। আবাসিক বা অনাবাসিক হিসেবে তারা তালিকা অনুযায়ী কাজ করবে। তাদের কাছে তালিকা গেছে মানে তারা অবশ্যই বিষয়টি দেখবে।
Discussion about this post