নিজস্ব প্রতিবেদক
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মনোবিজ্ঞান বিভাগের ৪ শিক্ষক বাংলাদেশ স্কুল সাইকোলজি সোসাইটির আয়োজনে‘ এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২১’ এর জন্য নির্বাচিত হয়েছেন ।
এদের মধ্য জবির অধ্যাপক অশোক কুমার সাহা, অধ্যাপক কাজী সাইফুদ্দীন, অধ্যাপক সামসাদ আফরিন হিমি ও অধ্যাপক সানজিদা খান রয়েছেন।
অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক এবং প্রভাষক– এই চার ক্যাটাগরিতে মনোবিজ্ঞানে শিক্ষা ও গবেষণায় অবদানের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ১১ জন শিক্ষক-শিক্ষিকা নির্বাচিত হন।
মনোবিজ্ঞান বিভাগের চার শিক্ষকের এমন সাফল্যের ব্যাপারে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নূর মোহাম্মদ বলেন, আমাদের জবির মনোবিজ্ঞান বিভাগ থেকে যে চারজন শিক্ষক (দু’জন অধ্যাপক, দু’জন সহকারী অধ্যাপক) নির্বাচিত হয়েছেন, বিভাগের পক্ষ থেকে তাদের অভিনন্দন ও শুভেচ্ছা। তাদের একাডেমিক দক্ষতায় জবি মনোবিজ্ঞান বিভাগ সামনের দিকে আরও এগিয়ে যাবে বলে প্রত্যাশা রাখি।
উল্লেখ্য, বাংলাদেশে এই প্রথম মনোবিজ্ঞানকে এগিয়ে নিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পাঠদান এবং গবেষণার স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ স্কুল সাইকোলজি সোসাইটি, এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২১ এর আয়োজন করে। এতে ঢাবি, রাবি, চবি, জবি, বশেমুরপ্রবি এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের বিভিন্ন শিক্ষক শিক্ষিকারা অংশ নেন।
Discussion about this post