নিজস্ব প্রতিবেদক
করোনার বর্তমান পরিস্থিতি বিবেচনায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) অনুষ্ঠিতব্য অনলাইন পরীক্ষাসমূহ স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দেশে চলমান কঠোর লকডাউন শেষ হলে দ্রুততম সময়ে পুনরায় পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে।
আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারি নির্দেশনায় কঠোর লকডাউন পরিস্থিতির কারণে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের অনলাইন পরীক্ষা আগামী ৪ জুলাই থেকে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে।
এর আগে, ওই দিন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে উপাচার্য প্রফেসর ড. মো হাসিবুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৩১তম জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
একই সঙ্গে বিভিন্ন বিভাগের স্থগিতকৃত পরীক্ষাসমূহ অনলাইনে গ্রহণের জন্য অনলাইনে পরীক্ষা গ্রহণ সংক্রান্ত একটি নীতিমালা একাডেমিক কাউন্সিলের সভায় অনুমোদন দেওয়া হয়। এ সময় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীকে স্বাস্থবিধি মেনে চলাচল করার পরামর্শ দেন।
Discussion about this post