নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) অধ্যাপক ড. মো. আবদুল হালিমকে ইনস্টিটিউটের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
রবিবার (৪ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয় জনসংযোগ অধিদফতর এ তথ্য জানায়।
জনসংযোগ অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এই নিয়োগ দেন। গত ৩০ জুন তিনি ইনস্টিটিউটের পরিচালক হিসেবে দায়িত্ব নেন।
অধ্যাপক আব্দুল হালিম ১৯৯৭ সালে ঢাবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে প্রভাষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তিনি আইসিসিআর স্কলারশিপ নিয়ে ভারতের বারোদা এমএস বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি একজন এডুকেশননার কনসালটেন্ট হিসেবে বিভিন্ন আন্তর্জাতিক ও দেশীয় সংস্থায় কাজ করেছেন।
এর মধ্যে উল্লেখযোগ্য হলো- এনসিটিবি, পরিকল্পনা মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ও প্লান বাংলাদেশ ইত্যাদি।
দায়িত্ব গ্রহণ ও ইনস্টিটিউটের পরিকল্পনার বিষয়ে অধ্যাপক ড. মো. আব্দুল হালিম বলেন,আমাদের সবার জন্য বর্তমান সময় চ্যালেঞ্জের। করোনার কারণে শিক্ষার্থীদের শিক্ষাজীবন স্থবির হয়ে আছে। এই স্থবিরতা কাটাতে অতি দ্রুত শিক্ষার্থীদের স্থগিত হওয়া পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করব হোক সেটা অনলাইনে কিংবা অফলাইনে। আর এর জন্য শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী তাদের সাহায্য করা হবে। এছাড়াও আইইআরের শিক্ষাক্রমকে আন্তর্জাতিক মানের করার জন্য যে কাজ শুরু হয়েছে সেটাকে অতিদ্রুত শেষ করার ব্যবস্থা করব।
Discussion about this post