নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত ছাত্রাবাস অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলের প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন চবি নাট্যকলা বিভাগের অধ্যাপক ড. কুন্তল বড়ুয়া।
বৃহস্পতিবার (১ জুলাই) তিনি এ পদে যোগদান করেন।
ড. কুন্তল বড়ুয়া বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্যের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সিন্ডিকেটবৃন্দ, রেজিস্ট্রার, সকল সম্মানিত শিক্ষকবৃন্দ ও নাট্যকলা বিভাগ ও চট্টগ্রামের সর্বস্তরের সংস্কৃতিকর্মীদের পক্ষ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবারকে কৃতজ্ঞতা জানাচ্ছি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি অঙ্গনের জনপ্রিয় ও পরিচিত ব্যক্তিত্ব ড. কুন্তল বড়ুয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নাট্যকলা বিভাগের প্রতিষ্ঠাতা শিক্ষক।
খ্যাতিমান নাট্য নির্দেশক, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট(বিসিটিআই) এর অ্যাকাডেমিক কাউন্সিল ও গর্ভনিং বডির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
Discussion about this post