নিজস্ব প্রতিবেদক
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) আবাসিক শিক্ষার্থীদের মাঝে টিকা প্রয়োগ শুরু হয়েছে। সরকারের নির্ধারিত সুরক্ষা ওয়েবসাইটে রেজিস্ট্রেশন সম্পন্ন করে নিজ নিজ এলাকায় কোভিড-১৯ টিকা নিতে পারছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।
আজ বুধবার (০৭ জুলাই) দুপুর ১২টায় নিজ এলাকা বগুড়ায় চীনের সিনোফার্ম টিকা গ্রহণ করেন বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষার্থী মামুনুর রশিদ। এর মধ্য দিয়ে শুরু হল বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকাদান কর্মসূচী।
ববি প্রক্টর সুব্রত কুমার বলেন, আগামী সপ্তাহের মাঝামাঝি বা শেষ সময়ের দিকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীরা আবার টিকা গ্রহণের আবেদন করতে পারবেন। অধিদপ্তর এর আগেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ডাটা এন্ট্রি করবেন। যাদের রেজিস্ট্রেশন সম্পন্ন হচ্ছে না তারা আগামী (১৫ জুলাই) থেকে আবার আবেদন করতে পারবেন।
তবে আবাসিক শিক্ষার্থীদের কভিড-১৯ টিকা গ্রহণ শুরু হলেও এই একই ওয়েবসাইটে নতুন করে এখন আর শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করতে পারছেন না বলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাদের সমস্যার কথা জানিয়েছেন।
এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সুব্রত কুমার দাস জানান, স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (MIS) পরিচালক ও ডাটা এন্ট্রির কাজে নিয়োজিত সংশ্লিষ্টদের সাথে কথা হয়েছে।
তিনি বলেন, ‘‘তারা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের কিছু ডাটা এমআইএস ডাটাবেজে এন্ট্রি করা হয়েছে বিধায় তারা টিকা গ্রহণ করতে পারছেন। বর্তমানে প্রবাসীদের ডাটা এন্ট্রির কাজ চলার কারণে এই সপ্তাহে নতুন করে বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের ডাটা এন্ট্রির কাজ করার সুযোগ নেই।’’
Discussion about this post