নিজস্ব প্রতিবেদক
দেড় বছর ধরে করোনায় বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান। এ পরিস্থিতিতে ২০২২ সালের আলিম পরীক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট কার্যক্রম চলমান রয়েছে।
বৃহস্পতিবার (৮ জুলাই) আলিম পরীক্ষার্থীদের পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাদরাসা শিক্ষা অধিদফতর।
অ্যাসাইনমেন্ট সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, ২০২২ সালের আলিম পরীক্ষার্থীদের জন্য তৈরি করা সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুযায়ী এসব অ্যাসাইনমেন্ট প্রস্তুত করা হয়েছে। প্রথম পর্যায়ে বাংলা, ইংরেজি, পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান, পৌরনীতি, অর্থনীতি ও যুক্তিবিদ্যা ও আরবি বিষয়গুলোর অ্যাসাইনমেন্ট দেয়া হবে।
এসব বিষয়ের মূল্যায়ন রুবিক্সসহ ও সপ্তাহভিত্তিক অ্যাসাইনমেন্ট গ্রিডের সফট কপি ও হার্ড কপি তৈরি করা হয়েছে। এ অনুযায়ী অ্যাসাইনমেন্ট কার্যক্রম পরিচালনার জন্য সব মাদরাসার অধ্যক্ষ ও সুপারদের বলা হয়েছে।
জানা গেছে, ইতোমধ্যে ২০২২ সালের আলিম পরীক্ষার্থীদের জন্য কিছুদিন আগে সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ১৮০ দিন ক্লাস করিয়ে শিক্ষার্থীদের আলিম পরীক্ষা নেয়া হবে।
Discussion about this post