নিজস্ব প্রতিবেদক
২০২০-২১ শিক্ষাবর্ষের ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড কার্যক্রম স্থগিত করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (০৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, সম্প্রতি দেশব্যাপী করোনা সংক্রমনের উর্ধ্বমুখী বিস্তারের কারনে পূর্বঘোষিত ১০ জুলাই ২০২১ তারিখ হতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক, খ, গ, ঘ ও চ ইউনিটের প্রবেশপত্র ডাউনলোডের কার্যক্রমটি স্থগিত করা হলো।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক এবং বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান বলেন, দেশে সাম্প্রতিক সময়ে করোনা পরিস্থিতি উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় আমরা ভর্তিচ্ছুদের প্রবেশপত্র ডাউনলোড কার্যক্রমটি আপতত স্থগিত রেখেছি।
অধ্যাপক মোস্তাফিজুর বলেন, সাধারণত প্রবেশপত্রে ভর্তি পরীক্ষার তারিখটি উল্লেখ করা থাকে। এদিকে করোনা পরিস্থিতির কারণে ভর্তিচ্ছুদের আগামী ৩১ তারিখের প্রথম পরীক্ষাটি নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।
একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখের বিষয়ে সিদ্ধান্ত অতিশীঘ্রই পরীক্ষার্থীদের অবহিত করা হবে বলে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানানো হয়েছে।
এ বিষয়ে ভর্তি কমিটির আহ্বায়ক বলেন, ভর্তিচ্ছুদের প্রবেশপত্র এবং ভর্তি পরীক্ষা নিয়ে আমাদের আগামী ঈদের আগেই একটি জরুরি সভা হওয়ার কথা রয়েছে। করোনা পরিস্থিতি বিবেচনায় সভায় যদি ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত হয় তাহলে আমরা সেটি জানাবো।
Discussion about this post