নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক অনুষদের মেধাবী শিক্ষার্থীরা বছরে ২৪ হাজার টাকা করে মেধাবৃত্তি পাবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) পক্ষ থেকেই এ বৃত্তি দেয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট www.bsmrstu.edu.bd -এ প্রকাশিত ইউজিসির উপ পরিচালক প্রকৌশলী মোহাম্মদ জিয়াউর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক অনুষদ থেকে সর্বোচ্চ সিজিপিএ প্রাপ্ত শিক্ষার্থীদের মনোনয়ন প্রেরণের অনুরোধ করা হয়। তবে সেই শিক্ষার্থীদের প্রকৌশল এবং কৃষি বিভাগের শেষ বর্ষ ও জেনারেল ডিসিপ্লিনের জন্য স্নাকোত্তর পর্যায়ে অধ্যায়নরত হতে হবে। আগ্রহী শিক্ষার্থী অনিয়মিত ও বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বহির্ভূত কোনো কর্মকাণ্ডে লিপ্ত থাকলে উল্লিখিত মেধাবৃত্তির জন্য অবিবেচিত হবেন।
এছাড়াও বিজ্ঞপ্তিতে যে কোনো বর্ষে অধ্যায়নরত প্রতিবন্ধী শিক্ষার্থীকে মনোনয়ন প্রেরণের অনুরোধ করা হয়েছে। মনোনীত শিক্ষার্থীরা প্রতি মাসে দুই হাজার করে বছরে মোট ২৪ হাজার টাকা পাবেন। এই বৃত্তি সাধারণ শিক্ষার্থীদের জন্য মোট এক বছর ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য মোট ৪ বছর প্রদান করা হবে ।
এ বিষয়ে জানতে চাইলে রেজিস্ট্রার আব্দুর রউফ বলেন, ইউজিসির মেধাবৃত্তি প্রাপ্তির জন্য আমরা অনুষদ সমূহ ও শিক্ষার্থীদের আহ্বান করেছি। তাদের নামগুলো জমা হওয়ার পর আমরা ইউজিসিতে পাঠাব।
উল্লেখ্য, নির্বাচিত শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্যাবলী ৩১ আগস্টের মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রেরণের আহবান করা হয়। এই বিজ্ঞপ্তি জারী হওয়ার পরে কমিশন থেকে মেধা বৃত্তির জন্য আর কোনো মনোনয়ন আহবান করা হবে না।
Discussion about this post