শিক্ষার আলো ডেস্ক
ফৌজদারহাট ক্যাডেট কলেজের সাবেক ছাত্রদের সংগঠন ওল্ড ফৌজিয়ানস অ্যাসোসিয়েশন (ওফা) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে একটি হাইফ্লো ন্যাজাল ক্যানোলা দিয়েছে।
দেশের উত্তরাঞ্চলে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় মানবিক সহায়তা হিসেবে সম্প্রতি এ যন্ত্রটি উপহার দিয়েছে ওফা।
এটি উচ্চমাত্রায় অক্সিজেন সরবরাহে সক্ষম। গুরুতর করোনা আক্রান্ত রোগীর জীবন বাঁচাতে এটি সহায়ক হবে বলে আশা ওফা নেতাদের।
২০২০ সালে করোনা মহামারি শুরুর দিকে একটি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেও উপহার দিয়েছিল ওফা। মহামারির শুরুর দিকে ওফা চট্টগ্রামের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পার্বত্য জেলার হাসপাতালগুলোর ডাক্তারদের জন্যে পিপিই, কেএন৯৫ মাস্ক উপহার দিয়েছে।
প্রথমবার লকডাউনের সময় প্রায় ২ হাজার অসহায় ও দরিদ্র মানুষকে খাদ্য সহায়তা এবং রমজান মাসে চট্টগ্রাম শহরে প্রতিদিন প্রায় ২০০ অসহায় দরিদ্র মানুষকে ইফতারের আগে রান্না করা খাবারের প্যাকেট বিলি করেছে ওফা।
Discussion about this post