নিজস্ব প্রতিবেদক
প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য, বিশিষ্ট কবি ও প্রবীণ সাংবাদিক অরুণ দাশগুপ্তের পরলোকগমনে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. অনুপম সেন এবং বোর্ড অব ট্রাস্টিজের সদস্যরা।
শনিবার (১০ জুলাই) দুপুরে বার্ধক্যজনিত কারণে তিনি পটিয়া উপজেলার ধলঘাটে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।
এক শোক বার্তায় তারা বলেন, অরুণ দাশগুপ্ত বিভিন্ন কবিতা, ছোটগল্প রচনা করেছেন। চট্টগ্রামে তথা বাংলাদেশে অনেক লেখক গড়ে তুলেছেন আজাদী। তার পেছনের কারিগর ছিলেন অরুণ দাশগুপ্ত। তিনি ছিলেন নিরহংকারী ব্যক্তি। তাঁর মৃত্যুতে আমরা একজন গুণীজন হারালাম।
অরুণ দাশগুপ্তের মৃত্যুতে আরও শোক জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক একেএম তফজল হক, কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহীত উল আলম, ব্যবসা-শিক্ষা অনুষদের অধ্যাপক অমল ভূষণ নাগ, প্রকৌশল ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৌফিক সাঈদ, রেজিস্ট্রার খুরশিদুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক শেখ মুহাম্মদ ইব্রাহিম প্রমুখ।
Discussion about this post