নিজস্ব প্রতিবেদক
করোনাভাইরাসের ভ্যাকসিন পেতে ঢাকা কলেজের আবাসিক শিক্ষার্থীদের আগামী ১৭ জুলাই এর মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য নির্দেশনা দিয়েছেন ঢাকা কলেজ প্রশাসন।
সোমবার (১২ জুলাই) ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার স্বাক্ষরিত এক জরুরী বিজ্ঞপ্তিতে আবাসিক শিক্ষার্থীদের এই নির্দেশনা দেয়া হয়৷
বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯ টিকা দেয়ার লক্ষ্যে দ্বাদশ শ্রেণি (শিক্ষাবর্ষঃ ২০১৯-২০), অনার্স ১ম বর্ষ (শিক্ষাবর্ষঃ ২০১৯-২০), অনার্স ২য় বর্ষ (শিক্ষাবর্ষঃ ২০১৮-১৯), অনার্স ৩য় বর্ষ (শিক্ষাবর্ষঃ ২০১৭-১৮), অনার্স ৪র্থ বর্ষ (শিক্ষাবর্ষঃ ২০১৬-১৭),অনার্স ৪র্থ বর্ষ (পুরাতন) (শিক্ষাবর্ষঃ ২০১৫-১৬) এবং মাস্টার্স শেষ পর্ব (শিক্ষাবর্ষঃ ২০১৭-১৮ এবং ২০১৮-১৯) ছাত্রদের আগামী ১৪ জুলাই থেকে ১৭ জুলাই তারিখের মধ্যে www.dhakacollege.eshiksabd.com ওয়েবসাইটে শিক্ষার্থীদের ১৩ ডিজিটের ক্লাস রোল ব্যবহার করে রেজিস্ট্রেশন করতে হবে। এক্ষেত্রে User Name: dcstudent এবং Password: dcstudent ব্যবহার করতে হবে৷
এছাড়াও প্রাথমিক অবস্থায় সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতিষ্ঠানের আবাসিক শিক্ষার্থীদের টিকার আওতায় নিয়ে আসতে বিভাগীয় প্রধানগণকে বিভাগের আবাসিক ছাত্রদের ও নিবিড় পর্যবেক্ষণ কমিটিকে দ্বাদশ শ্রেণীর আবাসিক ছাত্রদের এবং ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক গণকে স্ব স্ব ছাত্রাবাসের আবাসিক ছাত্রদের কোভিড-১৯ এর টিকা দেয়ার লক্ষ্যে রেজিস্ট্রেশন ফরম সঠিকভাবে পূরণ নিশ্চিত করতে যথাযথ পদক্ষেপ নেয়ার কথাও বলা হয়।
ফরম পূরণে আবাসিক ছাত্রদের যে সকল তথ্য রেজিস্ট্রেশন ফর্মে আপডেট করতে হবে সেগুলো হলো-
১. জন্মনিবন্ধন নম্বর (১৭ ডিজিট)।
২. যাদের জাতীয় পরিচয় পত্র রয়েছে তাদের জাতীয় পরিচয় পত্র নম্বর উল্লেখ করা বাধ্যতামূলক।
৩. অনার্স এবং মাস্টার্সের ছাত্রদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ বাধ্যতামূলক।
৪. ছাত্রাবাসের নাম বাধ্যতামূলক।
৫. ছাত্রাবাসের কক্ষ নম্বর বাধ্যতামূলক।
৬. ছাত্রদের মোবাইল নম্বর বাধ্যতামূলক।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, আবাসিক শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। টিকা সনদ ছাড়া কোনো শিক্ষার্থীই ছাত্রাবাসে অবস্থান করতে পারবে না।
Discussion about this post