নিজস্ব প্রতিবেদক
পবিত্র ঈদুল আজহার ছুটি উপলক্ষে ১৭ জুলাই থেকে বন্ধ থাকবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রশাসনিক কার্যক্রম।
সোমবার (১২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু আতাউর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে আগামী ১৭ জুলাই থেকে ২৬ জুলাই পর্যন্ত ইবির অফিসমূহ বন্ধ থাকবে। প্রশাসনিক কার্যক্রম শুরু হবে ২৭ জুলাই।
এ সময়ে বিশ্ববিদ্যালয়ের জরুরি সেবাসমূহ (চিকিৎসা, পানি, বিদ্যুৎ) স্বাস্থ্যবিধি মেনে যথারীতি চালু থাকবে। বন্ধের সময় ক্যাম্পাসে প্রবেশাধিকার সীমিত থাকবে। প্রহরীদের স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক দায়িত্ব পালন করতে হবে।
Discussion about this post