নিজস্ব প্রতিবেদক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড. সুলতান-উল-ইসলাম।
আজ মঙ্গলবার (১৩ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব নূর- ই আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তথ্যটি জানানো হয়েছে। আগামী ১৭ জুলাই থেকে নিয়োগটি কার্যকর হবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতির অনুমোদনক্রমে রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩ (সংশোধিত আইন, ১৯৯৯) এর ১৩ (১) ধারা অনুসারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলামকে রাবির উপ-উপাচার্য পদে ৬ শর্তে ৪ বছরের জন্য নিয়োগ দেয়া হয়েছে।
প্রযোজ্য ক্ষেত্রে নিয়মিত চাকরির বয়স-পূর্তিতে মূল পদে প্রত্যাবর্তন-পূর্বক অবসর গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পাদন শেষে উক্ত মেয়াদের অবশিষ্টাংশ পূর্ণ করবেন।
এ বিষয়ে নব নিযুক্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. সুলতান-উল-ইসলাম বলেন, বঙ্গবন্ধু কন্যা এবং মহামান্য রাষ্ট্রপতি যে সিদ্ধান্ত নিয়েছেন সে সিদ্ধান্ত অনুসারে আমি আমার সর্বাত্মক শক্তি দিয়ে বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালন করব। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১৯৭৩ সালের অ্যাক্ট রক্ষা, সমুন্নত এবং সক্রিয় রাখার জন্য কাজ করে যাব।
Discussion about this post