নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথমবর্ষ ভর্তি পরীক্ষা ১ অক্টোবর থেকে শুরু করার সুপারিশ করেছে ডিনস কমিটি।
আজ বিকেল সাড়ে তিনটায় শুরু হওয়া এই বৈঠকে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর বিষয়টি নিশ্চিত করেছে।
মঙ্গলবার (১৩ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয় জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলম জানান, ডিনস কমিটির সভায় বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে সুপারিশ করা হয়।
ভর্তি পরীক্ষার সুপারিশ করা সময় সূচি
আগামী ১ অক্টোবর ‘ক’ ইউনিট, ২ অক্টোবর ‘খ’ ইউনিট, ৯ অক্টোবর ‘চ’ ইউনিট, ২২ অক্টোবর ‘গ’ ইউনিট এবং ২৩ অক্টোবর ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা নেওয়ার সুপারিশ করেছে ডিনস কমিটি।
বিশ্ববিদ্যালয়ের আরেকটি সূত্রে জানা গেছে, ডিন কমিটির এই সুপারিশে পরীক্ষা কমিটির চূড়ান্ত অনুমোদন প্রয়োজন হবে। তবে করোনা পরিস্থিতির ওপর নির্ভর করবে সবকিছু।
Discussion about this post