নিজস্ব প্রতিবেদক
দেশে অবস্থানরত বিদেশগামী শিক্ষার্থীদের টিকার জন্য আবেদনের আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।মঙ্গলবার (১৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক পরিপত্রে এ তথ্য জানানো হয়।
পরিপত্রে বলা হয়, বিদেশে অধ্যায়নরত শিক্ষার্থী যারা বাংলাদেশে অবস্থান করছেন, তাদের টিকার জন্য নির্ধারিত ফরম্যাটে আবেদন করতে হবে। ১৩ জুলাই থেকে আগামী ২৭ জুলাই পাসপোর্ট, ভিসা, স্টুডেন্ট আইডি দিয়ে নির্ধারিত ফরম্যাটে আবেদন করতে আহ্বান জানানো হয় পরিপত্রে।
শিক্ষার্থীরা আবেদনের পর তিন কার্যদিবসের মধ্যে সুরক্ষা অ্যাপে গিয়ে টিকার জন্য নিবন্ধন করতে পারবেন বলে জানানো হয়।
বিদেশগামী শিক্ষার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র স্ক্যান করে ‘ZIP/PDF’ ফাইলে vaccine.coronacell@mofa.gov.bd এই ই-মেইলে ১৩ থেকে ২৭ জুলাইয়ের মধ্যে পাঠাতে হবে।
বিদেশগামী শিক্ষার্থীদের করোনার টিকা পেতে আবেদনের জন্য (https://forms.gle/6hN5a7P4bHX6r9AS9) গুগল ফরমটি যথাযথভাবে পূরণ করে জমা দিতে হবে।
Discussion about this post