নিজস্ব প্রতিবেদক
চাইনিজ গর্ভমেন্ট স্কলারশিপ ২০২০-২১ সেশনে মনোনীত বাংলাদেশি শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। এবার এই স্কলারশিপের আওতায় ব্যাচেলর, মাস্টার্স এবং পিএইচডির জন্য মোট ৫৩ জন শিক্ষার্থীকে মনোনীত করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জুলােই) শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়।
শিক্ষা মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চীনা দূতাবাস থেকে তথ্য প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী প্রক্রিয়া সর্ম্পকে ওয়েবসােইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
জানা যায় প্রতিবছর চাইনিজ গর্ভমেন্ট স্কলারশিপের আওতায় ব্যাচেলর, মাস্টার্স এবং পিএইচডির কোর্সের জন্য বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হয়। এই স্কলারশিপের আওতায় বাংলাদেশী শিক্ষার্থীরা চীনে পড়ার সুযোগ পায়।
স্কলারশিপের আওতায় যা যা পাওয়া যায়-
১) রেজিস্টেশন ফি;
২) টিউশন ফি;
৩) আবাসন ফি;
৪) আন্ডারগ্রাজুয়েট লেভেল শিক্ষার্থীদের জন্য মাসিক ভাতা ২ হাজার ৫০০ ইউয়ান যা বাংলাদেশী টাকায় প্রায় ৩১ হাজার টাকা;
৫) মাস্টার্স ও পিএইচডি লেভেলে শিক্ষার্থীদের জন্য মাসিক খরচ হিসেবে যথাক্রমে ৩ হাজার ইউয়ান ও ৩ হাজার ৫০০ ইউয়ান প্রদান করা হবে। যা বাংলাদেশি টাকায় প্রায় ৩৭ হাজার ও ৪১ হাজার টাকা। তবে, ল্যাবরেটরি ও ইন্টার্নশিপ ফি এবং যাতায়াত খরচ নিজেদের বহন করতে হবে।
তালিকা দেখতে এখানে ক্লিক করুন
Discussion about this post