নিজস্ব প্রতিবেদক
২০২০-২১ শিক্ষাবর্ষের বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এবং বস্ত্র অধিদপ্তর পরিচালিত সরকারি ৭টি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ভর্তি পরীক্ষা পেছানো হয়েছে। আগামী ১৭ জুলাই ভর্তি পরীক্ষা হওয়ার কথা থাকলেও সেটি পিছিয়ে ৩ সেপ্টেম্বর করা হয়েছে।
বুধবার (১৪ জুলাই) পরীক্ষা পেছানোর বিষয়টি নিশ্চিত করেছেন বস্ত্র অধিদপ্তরের পরিচালক (শিক্ষা) হোসনে আরা বেগম।
তিনি বলেন, বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনায় ভর্তি পরীক্ষার তারিখ পেছানো হয়েছে। আগামী ১৭ জুলাইয়ের পরিবর্তে ৩ সেপ্টেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। ভর্তিচ্ছুরা আগামী ২০ আগস্ট রাত ১২টা পর্যন্ত এক হাজার টাকা পরিশোধ করে আবেদন করতে পারবেন।
সাতটি ইঞ্জিনিয়ারিং কলেজ:
চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, নোয়াখালীর বেগমগঞ্জের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, বরিশালের শহীদ আবদুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, ঝিনাইদহের শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, রংপুরের পীরগঞ্জের ড. এম এ ওয়াজেদ মিয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এবং গোপালগঞ্জের শেখ রেহানা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ।
Discussion about this post