নিজস্ব প্রতিবেদক
খুলনা বিশ্ববিদ্যালয়ের সকল ডিসিপ্লিন, ইনস্টিটিউট এবং সেন্টারের স্নাতক/স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর শিক্ষার্থীদের অনলাইন-অফলাইন সমন্বিত পদ্ধতিতে পরীক্ষা গ্রহণের অধ্যাদেশ আজ থেকে অনুমোদিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ২১৩ তম জরুরি সিন্ডিকেট সভায় এ অনুমোদন হয়। যা একাডেমিক কাউন্সিলের ১৭২ তম সভার সুপারিশের প্রেক্ষিতে অনুমোদন পেয়েছে।আগামী রবিবার ডিনবৃন্দের সঙ্গে মিটিং করে আমরা দ্রুততম সময়ের মধ্যে একটা একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন করব। সেখানে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সচিব রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস জানান,প্রথম যে টার্মটা শেষ হয়েছে তার জন্য এক মাস রিভিউ ক্লাস এবং ১৫ দিন প্রস্তুতিমূলক ছুটি (পিএল) থাকবে। তারপর যথারীতি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
অনলাইন-অফলাইন সমন্বিত পরীক্ষা পদ্ধতির ব্যাপারে তিনি বলেন, শিক্ষার্থীদের কিছু টেকনিক্যাল সমস্যার কারণে রিয়েল টাইম পরীক্ষা নেওয়া সম্ভব না। সেজন্য অনলাইনে প্রশ্নপত্র আপলোড করে দেওয়া হবে এবং শিক্ষার্থীরা অনলাইনেই উত্তরপত্র জমা দেবে। পরীক্ষা কমিটি সেটা ডাউনলোড করে অফলাইনে মূল্যায়ন করে ফলাফল দেবে। এজন্যই এ পদ্ধতিটিকে অনলাইন-অফলাইন সমন্বিত বলা হচ্ছে।
উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেনের সভাপতিত্বে সভায় উপ-উপাচার্য ড. হোসনে আরাসহ সংশ্লিট সদস্যরা ছিলেন। উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটাই ড. মাহমুদ হোসেনের প্রথম সিন্ডিকেট সভা।
Discussion about this post