নিজস্ব প্রতিবেদক
আজ ২৩ জুলাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শামসুন্নাহার হল নির্যাতন দিবস। ২০০২ সালের এই দিনে শামসুন্নাহার হলে রচিত হয় এক কালো অধ্যায়। ওইদিন রাত ১২টার দিকে পূর্ববর্তী সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত হল প্রাধ্যক্ষকে সরানোর ঘটনাকে কেন্দ্র করে হলের গেট ভেঙে সাধারণ ছাত্রীদের ওপর বর্বরোচিত হামলা চালায় তৎকালীন সরকারের পুলিশ বাহিনী।
২০০২ সালের এ দিনে রাতের আঁধারে শামসুন্নাহার হলের সাধারণ ছাত্রীদের ওপর নির্মমভাবে হামলা চালায় বহিরাগত সন্ত্রাসী ও পুলিশ। এর প্রতিবাদে নির্যাতনবিরোধী শিক্ষার্থীদের ব্যানারে ব্যাপক প্রতিরোধ সংগ্রাম শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর ফলশ্রুতিতে পদত্যাগ করতে বাধ্য হন তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার উল্লাহ চৌধুরী, প্রক্টর ও হল প্রাধ্যক্ষ।
তারই প্রতিবাদে ২০০৩ সাল থেকে ছাত্র-শিক্ষকরা প্রতিবছর ২৩ অগাস্টকে কালো দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা নির্মম ওই নির্যাতনের স্মৃতি স্মরণ করে ব্যথিত হৃদয়ে দিনটিতে গভীর শোক পালন করে থাকেন।
এদিকে, এবছর করোনা মহামারীর কারণে ভোর ৬টা থেকে কঠোর লকাডাউন শুরু হওয়ায় বিভিন্ন সংগঠনের পূর্বনির্ধারিত কর্মসূচিসমূহ পালন করা হয়নি। ছাত্রলীগ এক বিজ্ঞপ্তিতে জানায়, দিবসটি স্মারণে ছাত্রলীগের উদ্যোগে হলের সামনে অলোক প্রজ্বলন কর্মসূচিটি করোনার কারণে স্থগিত করা হয়েছে।
Discussion about this post