নিজস্ব প্রতিবেদক
করোনার চলমান পরিস্থিতির কারণে আগামী ১২ আগস্ট অনুষ্ঠিত হতে যাওয়া তিন প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৭ জুলাই) রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম সেখ বিষয়টি নিশ্চিত করে বলেন, করোনা পরিস্থিতি উন্নতি হলে পুনরায় ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে।
এ বিষয়ে রুয়েট উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম সেখ বলেন, গতকালকে কেন্দ্রীয় ভর্তি কমিটিতে ভর্তি পরীক্ষা স্থগিতের বিষয়ে সিদ্ধান্ত হয়। করোনার সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ও এই সিদ্ধান্ত নিয়েছে। আগামীতে করোনা পরিস্থিতি উন্নতি হলে আলোচনা করে ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হবে। বিষয়টির চূড়ান্ত সিদ্ধান্ত ভর্তির ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।
প্রথমবারের মতো প্রকৌশল গুচ্ছে ভর্তি পরীক্ষা নেয়া তিনটি বিশ্ববিদ্যালয় হলো—চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)।
গত ১২ জুন তিনটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে করোনা পরিস্থিতি বিবেচনায় সেটি আগামী ১২ আগস্ট নির্ধারণ করা হয়। তবে বর্তমানে করোনাভাইরাসের সংক্রমণ ঊর্ধ্বমুখী অব্যাহত এবং চলমান কঠোর লকডাউন পুরোপুরি না উঠায় ভর্তি পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Discussion about this post