নিজস্ব প্রতিবেদক
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের অধীন ২০২১-২২ শিক্ষাবর্ষে এমফিল লিডিং টু পিএইচডি প্রোগ্রামে পূর্ণকালীন গবেষক ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
১৯ জুলাই এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ১ আগস্ট বিকেল চারটায় আগ্রহী প্রার্থীদের অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ শুরু হবে। ফরম পূরণের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ৩১ আগস্ট রাত ১২টা পর্যন্ত। বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) পাওয়া যাবে।
মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের এমফিল লিডিং টু পিএইচডি প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন-
Discussion about this post