নিজস্ব প্রতিবেদক
চলমান করোনা ভাইরাস পরিস্থিতির কারণে আরেক দফা পেছানো হতে পারে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী বৃহস্পতিবার (৫ আগস্ট) বৈঠক করবে ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি। এদিন পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেয়া হতে পারে বলে জানা গেছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে বুটেক্সের উপাচার্য অধ্যাপক আবুল কাশেম রোববার (১ আগস্ট) বলেন, এই মুহূর্তে করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী। পরীক্ষা আয়োজন করলে অনেকে সংক্রমিত হতে পারে। আমরা পরীক্ষার্থী, পরীক্ষক এবং পরীক্ষা সংশ্লিষ্ট সকলের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।
তিনি আরও বলেন, আমরা গভীরভাবে করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। আমরা এমন কোনো সিদ্ধান্ত নিতে চাই না, যার ফলে পরীক্ষা সংশ্লিষ্টদের ঝুঁকির মধ্যে পরতে হয়। পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী বৃহস্পতিবার বৈঠক করা হবে। পরীক্ষা পেছানো হবে কিনা সে বিষয়ে ওইদিন সিদ্ধান্ত নেয়া হবে।
Discussion about this post