নিজস্ব প্রতিবেদক
‘জাতীয় শোক দিবস ২০২১’ যথাযথভাবে পালনে কর্মসূচি বাস্তবায়নের উদ্দেশ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ১৩ কোটি ১১ লাখ ২৮ হাজার টাকা বাজেট বরাদ্দ ও মঞ্জুরি দেওয়া হয়েছে।
সোমবার (২ আগস্ট) প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে সংশ্লিষ্ট উপজেলা/থানা শিক্ষা অফিসারদের সংযুক্ত বিভাজন অনুযায়ী বিভিন্ন শর্তে এই অর্থ বরাদ্দ ও মঞ্জুরি দেওয়া হয়।
শর্তগুলো হলো:
এ অর্থ সরকারি বিধি মোতাবেক ব্যয় করতে হবে। এ অর্থ থেকে জাতীয় শোক দিবস ২০২১ পালন ছাড়া অন্য কোনও উদ্দেশে অর্থ ব্যয় করা যাবে না। যেকোনও অনিয়মিত ব্যয়ের জন্য সংশ্লিষ্ট আয়ন-ব্যয়ন কর্মকর্তা ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন।
২০২২ সালের ৩১ মে’র মধ্যে সমর্পণ করতে হবে। অব্যয়িত অর্থ প্রাথমিক শিক্ষা অধিদফতরের অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমের মাধ্যমে মাসিক এসওই জমাদানের সময় সমর্পণ করতে হবে। প্রাথমিক শিক্ষা অধিদফতরের অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমে মাসিক খরচের বিবরণী নিয়মিত এন্ট্রি করতে হবে।
বিজ্ঞপ্তি নিচে দেওয়া হলো-
Discussion about this post