নিজস্ব প্রতিবেদক
চিকিৎসক নিয়োগের জন্য ৪২তম বিসিএসের (বিশেষ) মৌখিক পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ১০ আগস্ট থেকে ২৯ আগস্ট পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
করোনা পরিস্থিতি মোকাবিলায় এ বিশেষ বিসিএসের মাধ্যমে দুই হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে। মঙ্গলবার পিএসসি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ বিষয়ে পিএসসির চেয়ারম্যান মো. হোসরাব হোসাইন বলেন, আগামী ১০ আগস্ট থেকে ২৯ আগস্ট পর্যন্ত ৪২তম বিসিএসের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন ১২টি বোর্ড গঠন করে ২০ জন করে প্রার্থীর পরীক্ষা নেয়া হবে।
তিনি বলেন, আমরা সরকারের কাছে বিশেষ অনুমোদন নিয়েছি। অনেক প্রার্থী পরীক্ষা নেয়ার জন্য নানা মাধ্যমে আমাদের কাছে সুপারিশ করছেন। তাদের কথা বিবেচনা করে এ পরীক্ষা আয়োজন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
পিএসসি চেয়ারম্যান বলেন, বর্তমানে করোনা পরিস্থিতির মধ্যে চিকিৎসক নিয়োগ দেয়া অপরিহার্য হয়ে পড়েছে। সেটিকে গুরুত্ব দিয়ে আমরা চিকিৎসক নিয়োগ পরীক্ষা শেষ করতে চাই। তবে পরিস্থিতি অনুকূলে না থাকলে সেটি বন্ধ করা কোনো বিষয় না, পরিস্থিতি পর্যবেক্ষণ করে আমরা সিদ্ধান্ত নেব। সকল দিক থেকে সহযোগিতা পেলে পরীক্ষা শেষ করা হবে।
এদিকে গত ২৯ মার্চ ৪২তম বিসিএসের (বিশেষ) ফল প্রকাশ করা হয়। বিশেষ এ বিসিএস পরীক্ষায় (এমসিকিউ টাইপ) উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ২২ জন। এ পরীক্ষার মাধ্যমে দুই হাজার চিকিৎসক নিয়োগ দিতে গত বছর ৪২তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি দেয় পিএসসি।
Discussion about this post