নিজস্ব প্রতিবেদক
করোনা সংক্রমণ প্রতিরোধে সরকার কঠোর বিধিনিষেধের কারণে ৪২তম বিসিএসের মৌখিক পরীক্ষা আবারও পিছিয়ে দিয়েছে । আগামী ১০ ও ১১ আগস্টের মৌখিক পরীক্ষা যথাক্রমে ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
বুধবার (৪ আগস্ট) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক নূর অহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়, যা আজ বৃহস্পতিবার (৫ আগস্ট) বিপিএসসির ওয়েবসাইটে ইস্যু করা হয়েছে।
এতে বলা হয়েছে, ‘কোভিড-১৯ মহামারির বর্তমান পরিস্থিতিতে ৪২তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২০ এর আগামী ১০ ও ১১ আগস্টে অনুষ্ঠেয় মৌখিক পরীক্ষা যথাক্রমে আগামী ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর ২০২১ তারিখ পুনর্নির্ধারণ করা হলো। ইতিপূর্বের নির্দেশনার আলোকে দুই পর্বে অর্থাৎ সকাল ১০টা ও দুপুর দুইটা থেকে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। আলোচ্য মৌখিক পরীক্ষার ১২ আগস্ট থেকে ২৯ আগস্ট ২০২১ তারিখ পর্যন্ত সময়সূচি অপরিবর্তিত থাকবে।’
এতে আরও বলা হয়েছে, ‘মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী সকল প্রার্থীকে কোভিডের টিকা গ্রহণ সংক্রান্ত প্রমাণপত্রের অনুলিপি সাথে আনার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।’
Discussion about this post