নিজস্ব প্রতিবেদক
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আবাসিক-অনাবাসিক মিলিয়ে সর্বমোট ৮ হাজার ২০২ জন শিক্ষার্থী করোনা টিকা পেতে তথ্য দিয়েছেন বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে। এর মধ্যে আবাসিক ১ হাজার ৭১৯ জন ও অনাবাসিক ৬ হাজার ৪৮৩ জন শিক্ষার্থীর পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রবিবার (৮ আগষ্ট) বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত তালিকা থেকে এ তথ্য জানা যায়।
টিকা নিতে পারবে এমন শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ তালিকা কয়েক ধাপে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কাছে পাঠায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। ইউজিসি অনুমোদন দিলে প্রথম দফায় আবাসিক ১০৯০ শিক্ষার্থী ও পরবর্তীতে আরও ৬২৯ শিক্ষার্থীর তালিকা প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
অন্যদিকে অনাবাসিক শিক্ষার্থীদের মধ্যে প্রথমে ৪ হাজার ৯০৩ শিক্ষার্থী এবং পরবর্তীতে আরও ১ হাজার ৫৮০ শিক্ষার্থীর তালিকা প্রকাশিত হয়।
এছাড়া টিকা নিতে তালিকাভুক্ত শিক্ষার্থীদের সুরক্ষা অ্যাপে নিবন্ধন করতে নির্দেশ দেয়া হয়। এরইমধ্যে তালিকাভুক্ত শিক্ষার্থীরা সুরক্ষা অ্যাপে নিবন্ধন করে নির্ধারিত কেন্দ্র থেকে টিকা গ্রহণ শুরু করছেন।
Discussion about this post