নিজস্ব প্রতিবেদক
আগামী ১২ আগস্ট (বৃহস্পতিবার) থেকে চিকিৎসক নিয়োগের জন্য ৪২তম বিসিএসের (বিশেষ) স্থগিত মৌখিক পরীক্ষা শুরু হচ্ছে ।
এর আগে করোনা পরিস্থিতির কারণে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এ পরীক্ষা একাধিকবার পেছায়। সর্বশেষ ঘোষণা অনুযায়ী আজ (১০ আগস্ট) থেকে বিশেষ এই বিসিএসের ভাইভা আবার শুরু হওয়ার কথা ছিল কিন্তু পরে সেটি দুই দিন পিছিয়ে ১২ তারিখ করা হয়েছে।
মঙ্গলবার এ বিষয়টি নিশ্চিত করেছেন পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহমেদ।
করোনার সংক্রমণ বাড়ায় এর আগে গত ১৮ মে প্রথমবার ৪২তম বিসিএসের (বিশেষ) ভাইভা স্থগিত করা হয়। পরবর্তী সময়ে আরেক নির্দেশে ৬ জুন থেকে আবার ভাইভা শুরু হয়। ১৩ জুলাই পর্যন্ত ভাইভা চলার কথা ছিল। কিন্তু ২২ জুন এই ভাইভা স্থগিত করা হয়। সর্বশেষ গত ৩ আগস্ট এক নোটিশে জানানো হয় ভাইভা ১০ আগস্ট থেকে শুরু হবে। পরে সেটা পিছিয়ে এখন ১২ আগস্ট করা হয়েছে।
Discussion about this post