নিজস্ব প্রতিবেদক
স্বাস্থ্যবিধি মেনে আগামীকাল বুধবার (১১ আগস্ট) থেকে খোলা থাকবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। এ সময়ে সরাসরি শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। তবে চালু থাকবে অনলাইন কার্যক্রম।
সোমবার (৯ আগস্ট) জবির রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রীপরিষদ বিভাগ, মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখা কর্তৃক জারিকৃত বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে ১১ আগস্ট থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব ইনস্টিটিউট/বিভাগ/দপ্তর সরকারি স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক খোলা থাকবে।
এছাড়া করোনা পরিস্থিতির কারণে সরাসরি শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। তবে অনলাইন শিক্ষা কার্যক্রম যথারীতি চালু রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।
Discussion about this post