নিজস্ব প্রতিবেদক
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) আনুষ্ঠানিকভাবে অনলাইন পরীক্ষা শুরু হয়েছে। আজ সোমবার (১৬ আগস্ট) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে অনলাইন পরীক্ষা শুরু হয়।
এতে শতভাগ শিক্ষার্থী উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
এর আগে গত ৩ আগস্ট বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী অনলাইনে প্রেজেন্টেশন, অ্যাসাইন্টমেন্ট ও ভাইভার মাধ্যমে প্রথম ও দ্বিতীয় মিডটার্ম পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো।
তারই ধারাবাহিকতায় আজ থেকে অনলাইনে পরীক্ষা শুরু করে রাবিপ্রবির সিএসই বিভাগ। প্রথম দিনে মোট ছয়টি ব্যাচের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
আগামী ২ সেপ্টেম্বর অনলাইনে পরীক্ষা শেষ হওয়ার কথা রয়েছে।
Discussion about this post