নিজস্ব প্রতিবেদক
করোনাসংক্রমণ পরিস্থিতি বিবেচনায় বেশ কয়েক দফা পেছানোর পর এফসিপিএস বিভিন্ন পার্টের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এসব পরীক্ষা চলবে ৬ সেপ্টেম্বর পর্যন্ত।
আজ বুধবার (১৮ আগস্ট) বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) অনারারি সচিব অধ্যাপক ডা. মো. বিল্লাল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, এফসিপিএস পার্ট-১, এফসিপিএস পার্ট-২ (ফাইনাল), প্রিলিমিনারি এফসিপিএস পার্ট-২, এফসিপিএস (সাব-স্পেশালিটি), এফসিপিএস মিডটার্ম এবং এমসিপিএস লিখিত পরীক্ষা সেপ্টেম্বর-২০২১ এ অনুষ্ঠিত হবে। সকল পরীক্ষা মহাখালী বিসিপিএস ভবনে অনুষ্ঠিত হবে।
পরীক্ষার রুটিনটি দেখতে ক্লিক করুন
Discussion about this post