নিজস্ব প্রতিবেদক
দেশের সরকারি কলেজ এবং আলিয়া মাদ্রাসা শিক্ষকের শূন্য পদের তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। বুধবার (১৮ আগস্ট) স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি অফিস আদেশ বৃহস্পতিবার (১৯ আগস্ট) প্রকাশ করেছে অধিদফতর।
আদেশে দেশের সরকারি কলেজ ও আলিয়া মাদ্রাসায় আরবি ও ইসলাম শিক্ষা বিষয়ের প্রভাষক, সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও অধ্যাপকের বিষয়ভিত্তিক মোট পদ কতটি, কর্মরত কতজন এবং কতটি পদ শূন্য রয়েছে নির্ধারিত ছকে তিন কর্মদিবসের মধ্যে তা পাঠাতে বলা হয়েছে।
Discussion about this post