নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) অনলাইন ক্লাস শুরু হবে বুধবার (২৫ আগস্ট)।
সোমবার (২৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন লেভেল ও টার্মের স্নাতক পর্যায়ে ল্যাব ক্লাসগুলো ভার্চুয়াল প্ল্যাটফর্মে শুরু হবে। অন্যান্য ক্লাসগুলো পর্যায়ক্রমে শুরু হবে। তবে এখনো নির্দেশনা আসেনি।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগগুলো সেশনাল ক্লাশসমূহের সময়সূচি ঘোষণা করবেন। তবে সরকারি নির্দেশনা অনুযায়ী এসময় আবাসিক হলগুলো বন্ধ থাকবে।
Discussion about this post