নিজস্ব প্রতিবেদক
করোনায় তিনবার পরীক্ষার তারিখ ঘোষণা করেও সশরীরে ২০১৯ সালের ৪র্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষা নিতে পরেনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অঙ্গীভূত গাহর্স্থ্য অর্থনীতি কলেজসমূহ। এরপর ঢাবি থেকে অনলাইনে চূড়ান্ত পরীক্ষা নেওয়ার প্রাথমিক অনুমতি দেওয়া হয়।
তবে এর আগে অনলাইনে পরীক্ষা নেওয়ার সক্ষমতা কলেজসমূহের রয়েছে কিনা তা দেখে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার কথা জানানো হয়।
জানা গেছে, এসব কলেজে ইতোমধ্যে সফলভাবে অনলাইন পরীক্ষার মক টেস্ট অনুষ্ঠিত হয়েছে। এখন ঢাবি থেকে চূড়ান্তভাবে অনুমোদন দেওয়া হলে ৪র্থ বর্ষের অনলাইনে পরীক্ষা আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে হতে পারে। তাছাড়া অন্যান্য বর্ষের চূড়ান্ত পরীক্ষাসমূহ সশরীরে নেওয়ার পক্ষে ঢাবি ও গাহর্স্থ্য অর্থনীতি কলেজসমূহের সংশ্লিষ্টরা।
এসব কলেজের দায়িত্বে থাকা ঢাবির জীববিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মিহির লাল সাহা বলেন, ৫টি গাহর্স্থ্য অর্থনীতি কলেজের ৪র্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষা অনলাইনে নেওয়ার প্রাথমিক চিন্তা-ভাবনা করা হয়েছে। এজন্য প্রথমে এসব কলেজের অনলাইনে পরীক্ষা নেওয়ার সক্ষমতা রয়েছে কিনা তা দেখতে বলা হয়েছে।
তিনি আরও বলেন, অনলাইনে পরীক্ষা নেওয়ার সক্ষমতা থাকলে পরীক্ষা নেওয়ার অনুমতি দেওয়া হবে। সেক্ষেত্রে আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে পরীক্ষা শুরু হতে পারে।
অন্যান্য বর্ষের চূড়ান্ত পরীক্ষাসমূহ অনলাইনে নেওয়া হবে কিনা, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, যেহেতু বর্তমানে করোনা সংক্রমণ কমছে এবং শিক্ষার্থীদের ভ্যাকসিন দিয়ে আগামী অক্টোবরের মাঝামাঝি সময়ে কলেজ-বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার পরিকল্পনা করছে সরকার। সেহেতু অন্যান্য বর্ষের চূড়ান্ত পরীক্ষাসমূহ সশরীরে হবে।
জানা যায়, করোনার মধ্যে সশরীরে ৪র্থ বর্ষের পরীক্ষার তারিখ তিনবার ঘোষণা করেও শেষ মুহুর্তে তা নেওয়া আর সম্ভব হয়নি। পরবর্তীতে এসব কলেজ থেকে অনলাইনে পরীক্ষা নেওয়ার জন্য ঢাবিতে আবেদন জানালে পরীক্ষা নেওয়ার সক্ষমতা আছে কিনা তা জানতে চাই। এরই অংশ হিসেবে গত ২৪, ২৫ ও ২৬ আগস্ট ৪র্থ বর্ষের শিক্ষার্থীদের অনলাইন মক টেস্ট নেওয়া হয়েছে।
Discussion about this post