শিক্ষার আলো ডেস্ক
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ইউনিভার্সিটি অব টেকনোলজি ব্রুনাইতে (ইউটিবি) বঙ্গবন্ধু-বাংলাদেশ বুক কর্নার স্থাপন করা হয়েছে।
সোমবার (৩০ আগস্ট) পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ভার্চুয়ালি বুক কর্নারটি উদ্বোধন করেন।বঙ্গবন্ধু যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে কিভাবে উন্নয়নের পথে নিয়ে যেতে চেয়েছিলেন, তাও তুলে ধরেন তিনি।
তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট তার মর্মান্তিক মৃত্যু এবং তার পরবর্তী সময়ে অসংখ্য বিপর্যয় সত্ত্বেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার গতিশীল নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশকে অন্যতম সম্ভাবনাময় দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। যা শিগগির স্বল্পোন্নত দেশের মর্যাদা থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে ব্রুনাইস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা, ইউনিভার্সিটি অব টেকনোলজি ব্রুনাইয়ে ভাইস-চ্যান্সেলর ইয়াং মুলিয়া, ইউটিবির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. দায়াং হাজাহ জোহরাহ বিনতি হাজী সুলাইমান, কূটনৈতিক কোরের ডিন, ৮জন রাষ্ট্রদূত, সুশীল সমাজের প্রতিনিধি, বাংলাদেশি কমিউনিটির সদস্য ও অন্যান্য দেশের রাষ্ট্রদূতরা ভার্চুয়ালি যোগ দেন।
ব্রুনাইকে বাংলাদেশের একটি বন্ধু রাষ্ট্র হিসেবে অভিহিত করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সেখানে প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের বিনামূল্যে চিকিৎসা ও করোনা টিকা দেওয়ার জন্য দেশটির প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, এসব লোকের জন্য সুলতানের অসামান্য অবদানে আমরা কৃতজ্ঞ এবং আমরা আশা করি আসিয়ান চেয়ারম্যান হিসেবে ব্রুনাই রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য একটি টেকসই সমাধানে কাজ করতে এগিয়ে আসবে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরো আশা প্রকাশ করেন যে, ওই দেশের সুলতান হাসানাল বলখিয়া বাংলাদেশ সফর করবেন।
শাহরিয়ার আলম বলেন, বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের অভ্যন্তরে বঙ্গবন্ধু-বাংলাদেশ কর্নার প্রতিষ্ঠার ফলে এশিয়ার দুই বন্ধু রাষ্ট্রের মধ্যে এক নতুন যুগের সূচনা হয়েছে এবং বিশেষ করে শিক্ষা, প্রযুক্তি ক্ষেত্রে গভীর সহযোগিতার পথ নিশ্চিতভাবে প্রশস্ত হবে।
ইউটিবি ভিসি বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারে বঙ্গবন্ধু-বাংলাদেশ বুক কর্নার প্রতিষ্ঠা করায় আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন। এটি মূলত বঙ্গবন্ধু ও বাংলাদেশের বইয়ের পাশাপাশি বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যের স্বতন্ত্রতা তুলে ধরার জন্য সাজানো হয়েছে।
Discussion about this post